রহমতবালা ঈদগাহে শান্তিপূর্নভাবে ঈদের জামায়াত অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার:
    সময় : বৃহস্পতিবার, এপ্রিল ১১, ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ণ
  • ১৫৮ Time View
আজ রহমতবালা ঈদগাহ মাঠে সকাল ৯ টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় সকাল ৮.৩০ হলেও জায় নামাজ / কাপড় বাবদ কালেকশন এবং বাৎসরিক হিসাব পেশ করতে কিছুটা সময় ক্ষেপণ হয়ে যায়।
উল্লেখ্য, মুসল্লীদের মধ্যে থেকে সেচ্ছায় প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতি গ্রহন করা হয়। এর মধ্যে প্রায় ১২ হাজার টাকা নগদ উত্তোলন হয়।
নামাজের পূর্বে আলোচনা পেশ করেন অত্র গ্রামের মসজিদ এবং মাঠের খতিব আলহাজ্ব মাও: আব্দুল খালেক, পেশ ঈমাম  আব্দুল বাছেদ, সাংবাদিক জাকিরুল ইসলাম। বাৎসরিক হিসাব পেশ করেন নুরুল ইসলাম টুকু সেক্রেটারি অত্র মসজিদ।
আরো উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি ফজলার রহমান ঠান্ডা, সহসভাপতি নজমাল হোসেন, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম সহ কমিটির সকল সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকার ও সমাজ সেবক শাহাদাৎ হোসেন, সমাজ সেবক ওবায়দুর রহমান সুমন, মাওলানা নওয়াব আলী, আমিনুল ইসলাম, রিদয় ইসলাম বিদ্যুৎ, মাজহারুল ইসলাম, সোহান, নিফুল, শুভসহ হাজারের বেশি মুসল্লী ।
নামাজ শেষে খুতবা পাঠ করে দুহাত তুলে সকলেই দেশ সমাজের মানুষের কল্যান কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com