বগুড়ায় মোবাইল ফোন চুরির অভিযোগে সাওয়াল (২৫) নামের এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে মারধরের পর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাওয়াল মারা যান। তিনি বগুড়া শহরতলির ছোট কুমিড়া পশ্চিমপাড়ার আজিজুল হকের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, একই এলাকার রেজাউল নামের এক ব্যক্তির বাসা থেকে কয়েক দিন আগে একটি মোবাইল ফোন চুরি হয়। ফোন চুরির অভিযোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাওয়ালকে বাড়ি থেকে ডেকে নেন রেজাউল।
পরে বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে রেজাউল, তার স্ত্রী ও মেয়ে মিলে সাওয়ালকে পিটিয়ে গুরুতর জখম করে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সাওয়াল মারা যান।
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় রাতেই রেজাউল, তার স্ত্রী সানু ও মেয়ে আশাকে আটক করা হয়েছে। নিহত সাওয়ালের বাবা আজিজুল হক আটক তিনজনসহ পাঁচজনের নামে থানায় মামলা করেছেন।
Leave a Reply