মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া মেধাবীর দায়িত্ব নিলেন বগুড়ার ডিসি

স্টাফ রিপোর্টার:
    সময় : সোমবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১:৩৫ পূর্বাহ্ণ
  • ২১৬ Time View

বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের ভান্ডার পাইকার গ্রামের দিনমজুর আনিছার রহমানের ছেলে আতিকুর রহমান। মা গিনি বেগমও অন্যের কাজ করে রোজগার করেন।

সংসারে অভাব থাকলেও ছেলেকে মানুষের মত মানুষ বানানোর স্বপ্নে বিভোগর স্বামী-স্ত্রী দু’জনেই। অবশেষে তাদের স্বপ্ন পূরণ হওয়ার ক্ষণ ঘনিয়ে এসেছে। ছেলে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ন হয়েছে।

ছেলের খুশির খবর যেমন আনিছার দম্পতির মনে আনন্দের ঢেউ তুলেছে, ঠিক তেমনি হতাশার কালো মেঘ জমেছে মনের গহীনে। মেডিকেল কলেজ পড়ানোর খরচ জোগাতে পারবেন তো?

সম্প্রতি অদম্য এই মেধাবীর স্বপ্ন পূরণের বাধাকে জনসম্মুখে তুলে আনেন তরুণ সাংবাদিক রাহাতুল আলম। তার প্রতিবেদন নজরে আসার পর বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম আতিকুরকে বুকে টেনে নেন।

রবিবার দুপুরে অফিসে ডেকে মা-বাবার সামনেই আতিকুরের মেডিকেল কলেজে ভর্তি এবং আগামী এক বছরের পড়াশোনার পুরো দায়িত্ব নেন জেলা প্রশাসক। সেই সাথে ৫০ হাজার টাকার চেক তুলে দেন আতিকুরের হাতে।

আতিকুরের পড়াশোনার ব্যয়ভার ছাড়াও তার বাবাকে বাড়ি সংস্কারের জন্য ঢেউ টিন ও অর্থ সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com