ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে নওগাঁর পোরশা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আরিফ আদনান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক মুজিবনগর সরকারের কর্মকান্ড ও এর ইতিহাসের উপর বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী ও সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক। যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে মৎস কর্মকর্তা মনিরুজ্জান, নওগাঁ পল্লিবিদ্যুৎ সমিতি-২ এর এজিএম আনোয়ার হোসেন, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী সহ চেয়ারম্যানবৃন্দ, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply