এস,এ,মেহেদী রেজভী সভাপতি শেখ সজীব সাধারন সম্পাদক

মিরপুর সরকারি বাঙলা কলেজে বগুড়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি:
    সময় : বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০২৪, ৪:৪২ অপরাহ্ণ
  • ১০৬ Time View

গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ মিরপুর সরকারি বাঙলা কলেজ,ঢাকা’র ছাত্র-ছাত্রীদের একাগ্রতা ও একতা বজায় রাখতে- বগুড়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের ১ বছর মেয়াদে কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে সভাপতি এস,এ,মেহেদী রেজভী (ইংরেজি বিভাগ), সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি- রায়হান,তরুন,রবিউল,মামুন, নৃত্য চন্দ্র রায়, সাধারণ সম্পাদক শেখ সজীব (ইংরেজি বিভাগ), যুগ্ম সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক,প্রচার সম্পাদক, ছাত্রী বিষয়ক সম্পাদক,সহ-সম্পাদক সহ বিভিন্ন পদ-পদবীতে মোট ৮৫ জন সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।

কমিটির সভাপতি- এস,এ,মেহেদী রেজভী বলেন, আমরা ২০২০ সাল থেকেই সরকারি বাঙলা কলেজস্থ বগুড়ার সকল ছাত্র- ছত্রী ভাইবোনদের এক করে একটা কমিউনিটি বিল্ডাআপ করার চেষ্টা করে যাচ্ছি। যার পরিপেক্ষিতে আমাদের বগুড়ার শিক্ষক মন্ডলী সহ বগুড়ার সিনিয়র ভাইদের সহযোগিতায় ২০২১ সাল পরবর্তী প্রতি এক বছর মেয়াদে ছাত্র কল্যান পরিষদের কমিটি প্রকাশ করা হয়। তিনি আরও  বলেন, শুরু থেকেই আমরা একটি পরিবারের কয়েক ভাই-বোনের মতো এই ক্যাম্পাসে চলি। ক্যাম্পাসে আমাদের যেকোনো ভাই বা বোনের প্রয়োজনে আমরা সবাই সবসময় প্রস্তুত ছিলাম,আছি থাকবো ইনশাআল্লাহ। আমার মনে হয় এইটা বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা’র এক বড় প্রাপ্তি। তাছাড়া অরাজনৈতিক এই সংঠনের কার্য সমুহের এক অন্যতম দিক হলো ভর্তি পরীক্ষা চলাকালীন হেল্পডেক্স বসানো এবং বগুড়া থেকে আগত ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সহযোগিতা যেমন- ভর্তি  পরীক্ষা সকাল বেলায় হওয়ার জন্য বেশির ভাগ ছাত্রছাত্রী দুই একদিন আগেই ঢাকায় আসেন।তাদের অনেকের ক্ষেত্রে এই দুই/একদিন ঢাকায় অবস্থান করা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তাদের ঢাকায় অবস্থান করার ব্যাবস্থা করা,পরীক্ষার দিন আসনবিন্যাস খুজে দেওয়া, অভিভাবকদের বিশ্রাম নেওয়ার সুবিধা প্রদান করা সহ আরো অনেক সহযোগিতা করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com