মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আজ ঢাকা আসছেন

সাতমাথা ডেস্ক:
    সময় : শনিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ৪:৩৮ পূর্বাহ্ণ
  • ১২১ Time View

দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করতে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।

আজ শনিবার বেলা ১১টায় লঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এরপর তিনি উঠবেন গুলশানের হোটেল ওয়েস্টিনে। বিকেলে শ্রমিক সংগঠন এবং রাতে সুশীল সমাজের সাথে সাক্ষাৎ করবেন তিনি।

এছাড়া আফরিন আক্তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা অনু বিভাগ) খন্দকার মাসুদ আলমের সাথে আনুষ্ঠানিক আলোচনা করবেন। এর পাশাপাশি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নতির পাশাপাশি জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন এবং মিয়ানমার পরিস্থিতি আলোচনায় আসতে পারে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, তিন দিনের সফরে আফরিন আক্তার বাংলাদেশে আসছেন। সংসদ নির্বাচনের আগে গত অক্টোবরে আফরিন আক্তার ঢাকা সফরে এসেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com