মান্দায় হাট-বাজার ইজারা সংক্রান্ত টেন্ডার উন্মুক্ত

Reporter Name
    সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ৪:১৭ অপরাহ্ণ
  • ১৩৭ Time View

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় বাংলা ১৪৩১ সনের হাট-বাজার ইজারা সংক্রান্ত দরপত্র উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে উপজেলার ২৭ টা হাটের বিপরীতে ২৬ টা দাখিল হলে তাদের মধ্যে সর্বোচ্চ সরকারি মূল্যের চেয়ে সর্বোচ্চ দর দাতা পাওয়া যায়। অপরদিকে সতীহাটের কোন দর দাতা পাওয়া যায়নি।

টেন্ডার কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে অত্যন্ত স্বচ্ছতার সাথে দরপত্র বাছাই কমিটির উপস্থিতিতে এবং সবার অংশগ্রহণে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। টেন্ডার সম্পন্ন আলোচিত, জনবহুল ও গুরুত্বপূর্ণ হাট গুলোর মধ্যে রয়েছে চৌবাড়িয়া হাট, সতীহাট,দেলুয়াবাড়ি হাট, সাবাইহাট, জোঁকাহাট, পাঁজরভাঙ্গা হাট,ফতেপুর হাট,জোতবাজার হাট, চকগৌরি হাট, খলিশাকুড়ি হাট, বৈদ্যপুর হাট এবং গোপালপুর হাট ।

উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়নের সবচেয়ে বড় চৌবাড়িয়া হাটের ৬ কোটি, ৮৯ লাখ, ৪৬ হাজার ৪৬৩ টাকার সর্বোচ্চ দরদাতা আবুল বাশার সুজন, কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি হাটের ১ কোটি ৯০ হাজার ৭২৩ টাকার সর্বোচ্চ দরদাতা মোবারক হোসেন এবং মান্দা সদর ইউনিয়নের প্রসাদপুর হাটের ১৯ লক্ষ ৭২ হাজার ১১৬ টাকার সর্বোচ্চ দরদাতা শরিফুল ইসলাম।

এসময় কমিটি সংশ্লিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেনসহ ইজারাদাররা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম,৩নং পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বল,৭ নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, এবং ৮নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল প্রমূখ।

সংশ্লিষ্টরা জানান, সরকারী মূল্যের চেয়েও সর্বোচ্চ দর দাতাদের ইজারা দেয়া হয়েছে। কিন্তু প্রথম দরদাতা ইজারা সংক্রান্ত নীতিমালা বা শর্তভঙ্গ করলে পূনরায় টেন্ডার আহব্বান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com