নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে।
বুধবার (২১) সকালের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন, বিভিন্ন বেসরকারি সংস্থা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ৪৯- নওগাঁ ৪ মান্দা আসনের সংসদ সদস্য এস.এম ব্রহানী সুলতান মামুদ (গামা),মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)লায়লা আঞ্জুমান বানু, মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান,মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী, ওসি (তদন্ত) আব্দুল গণি, মান্দা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, আনসার ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটি,৪৯ নওগাঁ-৪ মান্দা এর আহবায়ক খলিলুর রহমান, মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সহ-সভাপতি প্রবীণ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক নওশাদ আলী এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমূখ।
Leave a Reply