নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী শ্রমিক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে নওগাঁ জেলা শাখার জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির সংবর্ধনা প্রদান উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা শ্রমিক দলের সভাপতি এস,এম জিল্লুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক ফারুক হোসেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এহসান হাবীব ও যুগ্ম সম্পাদক শ,ম আব্দুর রাজ্জাক।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে এবং সাবেক সাধারন সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নূর বকস মন্ডল, যুবনেতা আল মামুন, শ্রমিক দলের আফসার আলী এবং গোলাম রাব্বানী প্রমূখ। শেষে সদ্য কারামুক্ত শ্রমিক দল নেতা ভুট্টো এবং আনোয়ারকে সংবর্ধনা দেয়া হয়।
Leave a Reply