মান্দায় ইসলামি জালসার আয়োজন নিয়ে উত্তেজনা!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
    সময় : শনিবার, এপ্রিল ১৩, ২০২৪, ২:৫৭ অপরাহ্ণ
  • ১২৬ Time View

নওগাঁর মান্দায় বিবাদমান সম্পত্তির দখল নিতে ইসলামি জালসার আয়োজন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে দু’পক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, উপজেলার মান্দা সদর ইউনিয়নের উত্তর কোঁচড়া মৎস্যজীবীপাড়া মসজিদ কমিটির উদ্যোগে বিবাদমান সম্পত্তিতে আগামিকাল রোববার ইসলামি জালসার আয়োজন করা হয়েছে।

এটি বন্ধের দাবী জানিয়ে ওই সম্পত্তির দাবিদার জনৈক সাইদুর রহমান আজ শনিবার আয়োজক কমিটির বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করেন।

বিবাদমান সম্পত্তির দাবিদার উত্তর কোঁচড়া গ্রামের বাসিন্দা সাইদুর রহমান বলেন, ‘নলঘৈর মৌজার আরএস ২১ নম্বর খতিয়ানভূক্ত ৮০ শতক সম্পত্তি পৈত্রিক সূত্রে মালিকানা প্রাপ্ত হই। এর মধ্যে স্থানীয় মসজিদ কমিটি ৪০শতক সম্পত্তির মালিকানা দাবী করলে বিরোধ সৃষ্টি হয়। বিবাদমান ৪০ শতক সম্পত্তির একাংশে ফুফু ফুলজান বেওয়ার বসতবাড়ি ও আমাদের মালিকানাধীন পুকুরের একটি পাড় আছে।’

ভুক্তভোগী সাইদুর রহমান আরও বলেন, ‘বিবাদমান এ সম্পত্তি নিয়ে নওগাঁ ২য় সহকারী জজ আদালতে মসজিদ কমিটির মামলায় আমাদের পক্ষে রায় প্রদান করা হয়। পরে এ রায়ের বিরুদ্ধে অতিরিক্ত জেলা জজ আদালতে মসজিদ কমিটি আপিল করলে রায় তাদের পক্ষে যায়। এ অবস্থায় ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে সিভিল রিভিশন করলে নিম্ন আদালতের রায় স্থগিত করা হয়।’

সাইদুর রহমান অভিযোগ করে বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে মসজিদ কমিটির সভাপতি আকবর আলীসহ কতিপয় লোকজন বিবাদমান ওই সম্পত্তির দখল নেওয়ার পাঁয়তারা করছে আসছে। এজন্য আগামিকাল রোববার সেখানে ইসলামি জালসার আয়োজন করা হয়েছে। এটি বন্ধের জন্য মান্দা থানায় অভিযোগ করেছি।’

মসজিদ কমিটির সহ-সভাপতি মোকলেছুর রহমান বলেন, ওই সম্পত্তি নিয়ে মসজিদ কমিটি একবার রায় পেয়েছে। এটি এখন মসজিদের সম্পত্তি। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন করা হয়েছে কি না এ সংক্রান্ত কোনো কিছুই পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে মান্দা থানার পরিদর্শক তদন্ত আব্দুল গণি বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। এলাকার আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com