নওগাঁর মান্দায় ট্রাকের ধাক্কায় রাসেল হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ ) দুপুর ২ টার দিকে প্রসাদপুর-জোতবাজার আঞ্চলিক সড়কে (মীরপাড়া এলাকায়) এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল হোসেন উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা গ্রামের ব্যাবসায়ী মোতাহার হোসেনের ছেলে ও রাজশাহী সিটি কলেজের অনার্স ১ ম বর্ষের শিক্ষার্থী । নিহতরা ২ ভাই এক বোন বলে জানা গেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে রাসেল হোসেন বেপরোয়া গতিতে
মোটরসাইকেল চালিয়ে প্রসাদপুরের দিকে যাচ্ছিলেন ।
পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় সে তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। এরপর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারসহ মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Leave a Reply