জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করার লক্ষ্য নিয়ে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূছনা করেছে শ্রীলংকা। দুই ওপনারের মারমুখী ব্যাটিংয়ে ছিন্নভিন্ন হয়ে গেছে বাংলাদেশের পেস বোলিং।
১০ ওভার শেষে ১ উইকেটে ৭১ রান তুলেছে শ্রীলংকা।
উদ্বোধনী জুটিতে ৭১ রান তুলে দলকে শক্ত ভীত গড়ে দিয়েছেন দুই ওপেনার পাথুম নিসাংকা এবং আভিস্কা ফার্নান্দো। আভিস্কা ফার্নান্দো ৩৩ রান করে তানজিম হাসান সাকিবের বলে উইকেট কীপার মুশফিকুর রহীমের হাতে ক্যাচ তুলে বিদায় নিলেও আরেক ওপনার নিসাংকা এখনো টিকে আছেন ক্রিজে।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ ঠিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশাঙ্কা, লাহিরু কুমারা।
Leave a Reply