তীব্র তাপদাহ থেকে মুক্তি এবং রহমতের বৃষ্টির জন্য ফরিয়াদ করে বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কালশিমাটি ঈদগাহ ময়দানে ইসতেসকার নামাজ আদায় করা হয়। আজ (শুক্রবার) সকাল সাড়ে ৭টায় এলাকার বিপুল সংখ্যক মুসল্লী সমবেত হযে নামাজ আদায় করেন।
নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দৈনিক সাতমাথার নির্বাহী সম্পাদক অধ্যাপক আ, স,ম আব্দুল মালেক, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, অধ্যাপক শফিকুল ইসলাম, মাওলানা নুরুন্নবী প্রমূখ।
নামাজে ইমামতি করেন অধ্যাপক মাওলানা আব্দুল জলিল। ধারাবাহিকভাবে তিন দিন এলাকার বিভিন্ন খোলা মাঠে ইসতেসকার নামাজ অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
Leave a Reply