বিসিবির নির্বাচকের দায়িত্ব হারানো হাবিবুল বাশার এবার বিসিবির নতুন চাকরিতে যোগ দিয়েছেন। তাকে বাংলাদেশ নারী ক্রিকেট শাখার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার বিসিবি জানিয়েছে এই খবর।
বিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্ব পাওয়া হাবিবুল বাশার, নারী ক্রিকেট শাখার চেয়ারম্যান ও জাতীয় নারী দলের অধিনায়কের ছবি দিয়ে এই খবর জানিয়েছে।
ক্যাপশনে লেখা হয়েছে, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশারকে বাংলাদেশ নারী ক্রিকেট শাখার প্রধান হিসেবে অভ্যর্থনা জানান বিসিবি পরিচালক ও নারী ক্রিকেট শাখার চেয়ারম্যান শফিউল চৌধুরী আলম নাদেল ও নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
Leave a Reply