বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হয়েছে। হঠাৎ করেই ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েছেন।
প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে। ডাউন ডিটেক্টর যা বিশ্বজুড়ে বিভ্রাট নিরীক্ষণ করে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিরর জানিয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রাম উভয়ই মঙ্গলবার বিকাল থেকে বন্ধ রয়েছে। হাজার হাজার বাগ দ্বারা আক্রান্ত হওয়ায় এটি আর কাজ করছে না। ফলে জনপ্রিয় এই অ্যাপ দুটিতে কেউ প্রবেশ করতে পারছেন না। প্রযুক্তিতে ‘বাগ’ বলতে কম্পিউটারের প্রোগ্রাম, সিস্টেম বা যন্ত্রে যেকোনো ধরনের ত্রুটি-বিচ্যুতিকে বোঝানো হয়।
তবে বাংলাদেশে রাত ৯টার পর ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েন।
ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। পরে তারা লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি মেটা।
Leave a Reply