বিরামপুর প্রেসক্লাব এর নিজস্ব ভবনে অবস্থিত স্থায়ী কার্যালয়ে ২০ ফেব্রুয়ারি , মঙ্গলবার সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির নির্বাচন সংক্রান্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সভাপতি আকরাম হোসেন এর সভাপতিত্বে অন্যানের মধ্যে আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাফিজ উদ্দিন সরকার, এস এ মাসুদ রানা, সেক্রেটারি ও যুগান্তর প্রতিনিধি অধ্যাপক মশিহুর রহমান, দপ্তর ও অর্থ সম্পাদক শাহ আলম মণ্ডল, দৈনিক সাতমাথা প্রতিনিধি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, দৈনিক করতোয়া প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, রায়হান কবির চপল, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক ডেল্টা টাইমস প্রতিনিধি আবু সাঈদ, মানব জমিন প্রতিনিধি এ এস এম মুছা, মিজানুর রহমান, সামিউল আলম, নয়ন বাবু, সেকেন্দার আলী, আব্দুর রউফ সোহেল, রেজওয়ান আলী ও আব্দুল আলিম প্রমুখ।
সভায় আগামী ৮ মার্চ, শুক্রবার, নির্বাচনের দিন-তারিখ নির্ধারণ করে ২৬ শে ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ উপলক্ষে নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনকে সহযোগিতার জন্য নির্বাচন পরিচালনা উপ-কমিটি গঠন করা হয়।
Leave a Reply