বন বিভাগের চরকাই (বিরামপুর) রেঞ্জ ৮৩৮টি লটে গাছ বিক্রি টেন্ডারের সিডিউল বিক্রি করে মঙ্গলবার (১৯ মার্চ) সিডিউল দাখিলের শেষ সময় পর্যন্ত ১০ লাখ ৪৩ হাজার ৬০০ টাকা রাজস্ব আদায় করেছে।
দিনাজপুর সামাজিক বন বিভাগের আওতাধীন চরকাই (বিরামপুর) রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান, চরকাই রেঞ্জটি একটি বিশালায়তের সরকারি বন। ৪ উপজেলা বিস্তৃত ৫টি বিট এলাকার কিছু খাড়া গাছ বিক্রির জন্য ৮৩৮টি লট নির্ধারণ করা হয়। দিনাজপুর বন বিভাগ নির্ধারিত ঐ লট সমূহ বিক্রির জন্য দরপত্র আহবান করে। গাছ কিনতে আগ্রহীরা ৮৩৮টি লটের বিপরীতে ২ হাজার ৬০৯টি সিডিউল ক্রয় করেছেন। এতে ১০ লাখ ৪৩ হাজার ৬০০ টাকার সরকারি রাজস্ব আদায় হয়েছে। চরকাই রেঞ্জ অফিসের তালাবদ্ধ বাক্সে দরপত্র ফেলতে আসা ব্যক্তিগণ জানান, তারা কোন প্রকার বাধা-বিপত্তি বা হয়রানী ছাড়াই শান্তিপুর্ণ ভাবে দরপত্র দাখিল করতে পেরেছেন।
রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার বলেন, অফিস স্টাফ ও পুলিশ প্রশাসনের সরব উপস্থিতির কারণে সব রকমের অসুবিধা থেকে মুক্ত থেকে দরপত্র দাখিল নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে।
Leave a Reply