দিনাজপুর-বিরামপুর-ঢাকা মহাসড়কের বিরামপুর চন্ডিপুরে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ব্রাক কর্মী মিজানুর রহমান নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জানাগেছে, দিনাজপুর-বিরামপুর-ঢাকা মহাসড়কের বিরামপুর চন্ডিপুর নামক স্থানে শনিবার সন্ধ্যা ৬ টায় নগরবাড়ি থেকে দিনাজপুরগামী GA Plus দিনাজপুর পলক নামীয় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্রাক কর্মী মিজানুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে মৃতব্যক্তির একটি আইডি কার্ড পাওয়া গেছে। তার ঠিকানা রংপুর জেলা সদরের পালি চরারহাট এলাকার অযোদ্ধাপুর নিবাসী মৃত আতিয়ার রহমানের ছেলে মিজানুর রহমান। তিনি মোটরসাইকেল চালিয়ে ফুলবাড়ী আসছিলেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, দূর্ঘটনায় ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। বাসের চালক পলাতক রয়েছে। নিহত ব্যক্তির লোকজন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply