বিরামপুরে ইউজিডিপি প্রকল্পের অবকাঠামো উন্নয়নে উপকরণ বিতরণ

ড. এনামুল হক, দিনাজপুর প্রতিনিধি:
    সময় : সোমবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ
  • ১৮৬ Time View

 ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের সকল অবকাঠামো উন্নয়নে এ সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আজ ১৯ ফেব্রুয়ারি, সোমবার বিরামপুর উপজেলা অডিটরিয়ামে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্প (৬ষ্ঠ পর্য়ায়) এ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ হিসেবে বেঞ্চ ও ফ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শিবলী সাদিক একথা বলেন।

এসময় উপজেলার ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৩০ জোড়া টেকসই পরিবেশ বান্ধব উঁচুনিচু বেঞ্চ ও ৩২৯টি সিলিং ফ্যান বিতরণ করা হয়।

সোমবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক এমপি।

একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিজুল দারুল হুদা কামিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর মাওলানা নুরুল ইসলাম ও মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেসবাউল হক।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি সুব্রত কুমার সরকার, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com