বিভাগীয় টূর্ণামেন্টে অংশ নিতে শনিবার রাজশাহী যাচ্ছে বগুড়া জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার:
    সময় : শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ণ
  • ৪০ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ বিভাগীয় টুর্ণামেন্টে অংশ নিতে আগামীকাল শনিবার রাজশাহী যাচ্ছে বগুড়া জেলা দল।

আজ সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে দলের ১৪ সদস্যের চূড়ান্ত তালিকা ঘোষনা করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক খালেদ মাহমুদ রুবেল।

পরে আনুষ্ঠানিক ফটোশেসন অনুষ্ঠিত হয়। এসময় জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক খালেদ মাহমুদ রুবেল, আহ্বায়ক কমিটির সদস্য ও টীম ম্যানেজার মোস্তফা মোঘল, কোচ মাহমুদ হাসান রিফাত ও সহকারি কোচ রাশেদ উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্টে বি-গ্রুপে রয়েছে বগুড়া জেলা। ১৬ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে নাটোরের মুখোমুখী হবে বগুড়া। এরপর ১৭ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ এবং গ্রুপ পর্বের শেষ সিরাজগঞ্জের সাথে ২০ ফেব্রুয়ারি।

বগুড়া জেলা অনুর্ধ্ব-১৬ দল:
আকাশ রায়, শিহাব আহম্মেদ, সাম তওফিক, ইয়ান ইসতিয়াক অহন, গোলাম রসুল, মেহরাব হোসেন রাফি, তাওমিদ কারিম, সিয়াম হোসেন, মোহাম্মদ নাফিস, রূপান্তর, মিজানুর রহমান, সাফায়েত নূর, তুষার আহমেদ ও মোহাম্মদ মিল্লাত। ম্যানেজার- মোস্তফা মোঘল, কোচ- মাহমুদ হাসান রিফাত ও সহকারি কোচ রাশেদ।

জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দলের জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com