রোমান্সে ভরা ম্যাচে বরিশালকে ১ উইকেটে হারালো রংপুর রাইডার্স। বরিশালের ৯ উইকেটে গড়া ১৫১ রানের জবাবে ৩ বল বাঁকি থাকতে ৯ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে রংপুর।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৫রান করেন ব্র্যান্ডন কিং। সাকিব ২৯, জেমি নিশাম করেন ২৮ রান।
বরিশালের মেহেদী হাসান মিরাজ ও ম্যাককই ৩টি করে এবং কাইল মায়ার্স ২টি উইকেট নেন।
এর আগে চট্রগ্রামেরজেহুর আহম্মেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাট করে কাইল মায়ার্সের ৪৬ এবং তামিম ইকবালের ৩৩ রানে ভর করে ৯ উইকেটে ১৫১ রান করে ফর্চুন বরিশাল। রংপুরের আবু হায়দার রনি ৪ ওভারে মাত্র ১২ রানে ৫ উইকেট তুলে নিয়ে বরিশালের ধ্বস নামান।
এই জয়ের ফলে ১১ ম্যাচের ৯টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো রংপুর। সমান সংখ্যক ম্যাচ খেলে ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে অবস্থান করছে বরিশাল।
Leave a Reply