বিপিএল ফাইনালে ওঠার লড়াইয়ে আজ তামিম-সাকিব মুখোমুখী

স্পোর্টস্ রিপোর্টার:
    সময় : বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ৫:৪৪ পূর্বাহ্ণ
  • ১৪৯ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের ওঠার শেষ সুযোগ আজ বরিশাল এবং রংপুরের। দুই দলের বাঁচা-মরার লড়াইয়ের মূল আকর্ষন তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের মুখোমুখী হওয়া। আজ সন্ধ্যা সাড়ে ৬টায়ি মিরপুরের হোম অব ক্রিকেটে মুখোমুখী হবে তামিরের বরিশাল এবং সাকিবের রংপুর।

বাংলা ক্ল্যাসিকো— এবারের বিপিএলের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। সাকিব-তামিম দ্বন্দ্বে বাড়তি উত্তাপ। এবারের অগ্নিপরীক্ষায় কেবল ব্যক্তিগত ক্ষোভ নয়, লড়াইটা টিকে থাকার। তবে তামিমের কারণে আলোচনায় থাকবেন ফজল হক ফারুকী। আন্তর্জাতিক মঞ্চে এই আফগান পেসারের বিপক্ষে প্রতিবারই আউট হয়েছেন বরিশাল অধিনায়ক। চট্টগ্রামে আলোচিত নেতৃত্ব ছাড়ার আগের দিনেও তামিমকে ফিরেছিলেন এই বাঁহাতি পেসারের বলে। এমনকি বিশ্বকাপ দলে তাকে ডাউন দ্য অর্ডার খেলানোর কারণটাও ফারুকি। এবার তাকে সামলাতে পারবেন তো তামিম? এসব প্রশ্নে মেজাজ হারানোটাই তো স্বাভাবিক বরিশাল কোচের।

এতসব বিষয়ে অবশ্য মাথা ঘামানোর সুযোগ নেই রংপুরের। নিজস্ব মাঠ, তারকাবহুল স্কোয়াড থাকার পরও মিলছে না প্রত্যাশিত সাফল্য। টিকে থাকার মিশনে ওপেনিং পজিশনটাই সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। এবারের ১৩ ম্যাচে গোড়াপত্তন করেছে ৭ ভিন্ন জুটি। তাতে পঞ্চাশের বেশি রান এসেছে মাত্র দুবার। এলিমিনেটরে আরও একবার কম্বিনেশন বদলানোর সম্ভাবনাই বেশি রংপুর রাইডার্সের।

রংপুর রাইডার্সের কোচ সোহেল ইসলাম বলেন, সবসময় যে খেলোয়াড়রা ভালো পারফর্ম করবে তা বলা কঠিন। আর আমি যদি বলেই দিই যে ওপেনিংয়ে আমাদের পরিকল্পনা কাদের, তা হলে আমাদের আর প্ল্যান কি থাকল!

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শারীরিক নয়, মানসিক প্রস্তুতিতে বেশি গুরুত্ব দিয়েছে দুই দল। ঐচ্ছ্বিক অনুশীলনে অংশ নেননি বড় কোনো নাম। বরিশালের জন্য প্রতিশোধের হাতছানি। এক মৌসুম পর কুমিল্লার কাছে ১ রানে ফাইনাল হারের হিসাব সমান করার সুযোগ।

কেবল মাঠের লড়াই নয়, মাঠের বাইরে সাকিব-তামিম ভক্তদের জন্যেও এক বড় যুদ্ধের পরিস্থিতি। যুদ্ধের আগে আপাতত গুমোট পরিস্থিতি। ফাইনালের আগে ফাইনাল, অগ্নিপরীক্ষায় জিতবে কারা? উত্তর দেবে সময়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com