বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এলিমেটর ম্যাচে চট্রগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেলো তামিম ইকবালের ফর্চুন বরিশাল। চট্রগ্রামের ৯ উইকেটে ১৩৫ রানের জবাবে ৩১ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বরিশাল।
ইনিংসের শুরুতেই সৌম্য সরকারকে হারালেও তামিম ইকবাল এবং কাইল মায়ার্সের জুটি বরিশালের জয় সহজ করে দেয়। মায়ার্স ৫০ রান করে আউট হলেও তামিম ইকবাল অপরাজিত ছিলেন ৫২ রানে। এছাড়া ডেভিট মিলার করেন ১৭ রান। মুশফিকুর রহীম করেন অপরাজিত ৬ রান।
চট্রগ্রামের সুভাগতহোম, সিফার্ড ও বিলাল খান ১টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে চট্রগ্রামকে ব্যাট করতে পাঠায় বরিশাল। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেটে ১৩৫ রান করতে সক্ষম হয় চট্রগ্রাম। দলের পক্ষে জস ব্রাউন ৩৪ এবং দলনেতা সুভাগতহোম করেন ২৪ রান। বরিশালের সাইফুদ্দিন, মায়ার্স ও ম্যাককই ২টি করে উইকেট নেন।
Leave a Reply