শেষ ম্যাচে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বিপিএলের সুপারফোর নিশ্চিত করলো তামিম ইকবালের ফর্চুন বরিশাল। আজ (শুক্রবার) দিনের প্রথম ম্যাচে অধিনায়ক তামিম ইকবালের ৬৬ রানে ভর করে ১৯ দশমিক ৪ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বরিশাল। কাইল মায়ার্স দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন। কুমিল্লার মুশফিক হাসান নেন ২ উইকেট।
এর আগে মিরপুরে হোম অব ক্রিকেটে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ১৪০ রান তোলে কুমিল্লা। জাকের আলী অপরাজিত ৩৮ রান করেন। বরিশালের তাইজুল ৩টি এবং সাইফুদ্দিন ও ম্যাককই নেন ২টি করে উইকেট।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে উঠে এলো বরিশাল।
Leave a Reply