বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এ আজকের দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ফর্চুন বরিশাল। বরিশালের নেতৃত্বে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে সিলেট স্টাইকার্সের নেতৃত্ব দিচ্ছে মোহাম্মদ মিথুন আলী।
চট্রগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।
এর আগে টুর্ণামেন্টের ৯টি করে ম্যাচ খেলেছে উভয় দল। বরিশাল ৯ ম্যাচের ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে। সিলেট মাত্র ৩টি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে রয়েছে। আজকে জিতলে সুপার ফোর নিশ্চিত হবে বরিশালের।
ভালো লাগলো