এবারের বিপিএলের আচরণটাই যেন কেমন। টুর্ণামেন্টের প্রথম দিকে দাপট দেখানো খুলনা টাইগার্স প্লে-অফেই আসতে পারলোনা। আবার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স ফাইনাল খেলার সুযোগই পেলোনা। অথচ হিসাবের বাইরে থাকা ফর্চুন বরিশাল এখন ফাইনালের শক্ত প্রতিপক্ষ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বরাবরের মতই এবারো ফাইনালে। শিরোপার সবচেয়ে বড় দাবীদার তারাই। তবে, তাদের সামনে বাধার প্রাচীর তৈরি করেছে তামিম ইকবালের বরিশাল। রংপুর রাইডার্সকে কাঁদিয়ে ফাইনাল নিশ্চিত করা বরিশাল এখন শিরোপার স্বপ্নে বিভোর। তাদের দেশী-বিদেশী খেলোয়াড়রা যেভাবে পারফর্ম করছেন তাতে তামিম ইকবালের নেতৃত্বে দলটি এবার বিপিএল চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার কিছুই থাকবেনা।
অন্যদিকে, দেশসেরা কোচ সালাহ উদ্দিনের ক্যারিশমায় একের পর শিরোপা জেতা কুমিল্লা এবারও শুরু থেকেই হট ফেবারিট। দাপটের সাথে খেলেই তারা ফাইনালে এসেছে। ফলে তামিমের বরিশালের সাথে লিটন দাসের কুমিল্লার ফাইনাল হতে পারে বিপিএল ইতিহাসের সবচেয়ে সেরা ফাইনাল।
এবারের বিপিএল ফাইনাল ম্যাচটি আগামীকাল শুক্রবার সন্ধ্যায় মিরপুর হোম অব ক্রিকেটে শুরু হবে।
Leave a Reply