বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। কেন্দ্রিয় কর্মসূচির আলোকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে আজ (শনিবার) সকাল সাড়ে সাতটায় বগুড়া-নওগাঁ মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বগুড়া শহর জামায়াতের কর্ম পরিষদ সদস্য আজগর আলীর নেতৃত্বে মিছিলে জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মি অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিনাভোটের সরকার জনগণের জীবন বিষিয়ে তুলেছে। নিজেরা হাজার হাজার কোটি টাকার লোপাট করে বিদেশে পাচার করে রাস্ট্রীয় কোষাগার শূণ্য করেছে। এখন বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে। দেশের মানুষের কষ্টের কথা বিবেচনা না করেই সরকার গ্যাস, বিদ্যুত সকল নিত্যপন্যের দাম বাড়িয়েই চলেছে।
নেতৃবৃন্দ বলেন, এমনিতেই সাধারন মানুষ আয়ের সাথে ব্যয়ের হিসেব মেলাতে পারছেনা। তার উপর কয়দিন পরপর তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার জনগণকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। জামায়াত নেতৃবৃন্দ জনগণের উপর জুলুম করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
Leave a Reply