বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনী সভা-২০২৪ ও বার্ষিক বনভোজন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ত্রি-বার্ষিক নির্বাচনী সভায় সর্বসম্মতিক্রমে ডাঃ ডি সি রায়কে সভাপতি ও মো. আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়।
১৭ ফেব্রুয়ারী (শনিবার) জীবন মহল পার্ক অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন-এর সভাপতি ডাঃ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে নির্বাচনী সভায় সর্বসম্মতিক্রমে ডাঃ ডি সি রায়-কে সভাপতি ও মো. আনোয়ার হোসেন-কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মো. মেহেরুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাবেক সিভিল সার্জন ডাঃ ইমার উদ্দীন কায়েস, আলহাজ্ব প্রকৌশলী আবু আহমেদ জাফরুল্লাহ ও আলহাজ্ব মো. সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক এবিএম লাবিবুল ইসলাম লাবু ও মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাদেকুর রহমান, অর্থ সম্পাদক সুবাস চন্দ্র বর্মণ, দপ্তর সম্পাদক সাগর চন্দ্র রায়, স্বাস্থ্য সম্পাদক মো. আব্দুল মালেক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ডাঃ মো. সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাজেদুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মো. মঞ্জুর হাবিব তুষার, সাংস্কৃতিক সম্পাদক মো. মকবুল হোসেন, কার্যনির্বাহী সদস্য ডাঃ মো. আব্দুল লতিফ, মো. রুহুল আমীন, মো. শহিদুল ইসলাম, রাশেদুজ্জামান রাশেদ, তৌফিকুল আলম চৌধুরী, মো. আজাহার আলী, মো. আমিনুল হক এবং ওবায়দুল হাকিম কাঞ্চন।
সম্মেলনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন যথাক্রমে ডা. ডি সি রায়, মুহাদ্দিস ডক্টর এনামুল হক ও হেলাল উদ্দীন মোল্লা প্রমুখ।
Leave a Reply