স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন বিডিইআরএম বগুড়া জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন বগুড়া জেলা শাখার সভাপতি হান্নান রবিদাশ সাধন উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বলেন, প্রায় ২০ বছর আগে আদমদীঘি উপজেলা চাপাপুর গ্রামের বাসিন্দা অনিল রবিদাশের সাথে শ্রীমতি রেনুকা রানী রবিদাসের বিবাহ হয়। কিন্তু গত বছর অনিল রবিদাস মাদক সেবন ও ব্যবসায় জড়িয়ে পরেন। ফলে তার বিরুদ্ধো মাদকদ্রব্য আইনে মামলা হয়। বর্তমানে সে জামিন নিয়ে এলাকায় অবস্থান করে। কিন্তু এরই মধ্যে অনিলের বাড়িতে মাদকাসক্তদের আনাগোনা বৃদ্ধি পায়।
এলাকায় তাইম, তারা, দোলোয়ার সহ কয়েক জন গত ২রা ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় রেনুকা রবিদাসের বাড়িতে এসে নেশা করতে থাকে। নেশা করতে নিষেধ করলে রেনুকাকে এলাপাতারি ভাবে মারপিট করে। এক পর্যায়ে বাড়ির দরজা ভাংচুড় করে। রেনুকা আর্ত-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।
Leave a Reply