চট্রগ্রামে সিরিজের ৩য় ও শেষ ওয়ানডে ডে টাইগার বোলারদের বিধ্বংসী বোলিয়ের সামনে অসহায় হয়ে পড়েছে লংকান ব্যাটাররা। ইনিংসের শুরুতে তাসকিনের আগুনে বোলিংয়ের পর মোস্তাফিজের গতির সামনে অসহায় হয়ে পড়েছে জয়াসুরিয়ার উত্তরসুরীরা। ২৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১২৫ রান।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। শুরুতেই আঘাত হানেন তাসকিন। ইনিংসের ২য় এবং নিজের প্রথম ওভারেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নিসাংকাকে সাজঘরে ফেরান তাসকিন। দলীয় ১৫ রানে আবারও আঘাত হানেন তাসকিন।
তাসকিনের পর লংকান শিবিরে ত্রাস সৃষ্টি করে মোস্তাফিজুর রহমান। তিনিও শিকার করেছেন ২ উইকেট। আরেকটি উইকেট নিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
লংকানদের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন আসালাংকা।
Leave a Reply