সিরিজের প্রথম ওয়ানডে তে স্বাগতিক বাংলাদেশ নারী দলকে ২১৪ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সফরকারী অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রান করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রানে অপরাজিত ছিলেন আনাবেল সুদারল্যান্ড। এছাড়া এ্যাসলে গার্ডনার ৩২, বেথ মুনি ২৫ এবং অধিনায়ক আলিসা হেলি করেন ২৪ রান।
বাংলোদেশের সুলতানা খাতুন ও নাহিদা আক্তার ২টি করে এবং মারুফা, স্বর্ণা ও ফাহিমা ১টি করে উইকেট শিকার করেন।
Leave a Reply