পথের দিশা ভাসমান স্কুলের পক্ষ থেকে বুধবার সকালে বগুড়া রেল স্টেশন বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
হাড্ডিপট্রিতে আয়োজিত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস এবং বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ। এছাড়া পথের দিশা ভাসমান স্কুলের পরিচালক মোস্তফা মোঘল এবং সাংবাদিক নেতা প্রতীক ওমর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১ কেজি পোলাওয়ের সুগন্ধি চাল, হাফ কেজি চিনি, হাফ কেজি লাচ্ছা, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট বুন্দিয়া, দুই প্যাকেট গুড়োদুধ এবং হাফ লিটার সয়াবিন তেল।
এর আগে পথের দিশা ভাসমান স্কুলের পক্ষ থেকে রমজানের মাঝামাঝি সময়ে এসব শিশুদেরকে ঈদের নতুন জামা উপহার দেওয়া হয়।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, ঈদের আগের দিন বস্তির শিশুদেরকে মেহেদী উপহার দেওয়া হবে এবং ঈদের দিন এদের প্রত্যেকেকে ঈদ সালামি দেওয়া হবে।
পথের দিশা ভাসমান স্কুলের পক্ষ থেকে বস্তির সুবিধা বঞ্চিত শিশুদেরকে সারা বছর বিনামূল্যে পাঠদান করানো হয়। এছাড়া শীতবস্ত্র বিতরন, ফল উৎসব, পিঠা উৎসব, বনভোজনসহ নানান কার্যক্রম পরিচালিত হয় বছরজুড়ে। সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি ২০১৪ সাল থেকে বস্তির শিশুদের উন্নয়নে কাজ করছে।
Leave a Reply