সফরকারী অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ (বৃহস্পতিবার) শুরু হয়েছে। মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে প্রিথমে অতিথিদের ব্যাট করতে পাঠায় বাংলাদেশ।
সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই ম্যাচে ব্যাট করতে নেমেই বাংলোদেশী বোলারদের আগুনে বোলিংয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারানোর পর ১২ ওভার শেষে মাত্র ৩২ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে চরম বিপদে পড়েছে সফরকারীরা।
বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ৬ ওভারে ১৬ রান দিয়ে ২টি এবং মারুফা ৬ ওভারে ১২ রানে ১টি উইকেট পেয়েছেন।
Leave a Reply