বর্জ্যমুক্ত পরিচ্ছন্ন নগর পেতে নাগরিকদের সচেতনতা প্রয়োজন : মেয়র বাদশা

Reporter Name
    সময় : বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ২:৪৩ অপরাহ্ণ
  • ১৩২ Time View


স্টাফ রিপোর্টার:

বগুড়া পৌরসভার মেয়র বলেছেন, পরিচ্ছন্ন বসবাসযোগ্য আর বর্জ্য মুক্ত নগর পেতে নগরবাসীকে আরো সচেতন হতে হবে। নাগরিক দায়িত্ব পালন না করে যত্রতত্র আবর্জনা, ব্যবহৃত পলিথিন ফেললে ড্রেনেজ ব্যবস্থা যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনি পরিবেশের পরিচ্ছন্নতা নষ্ট হয়।

তিনি আজ (বুধবার) দুপুরে পৌর সভাকক্ষে আয়োজিত নগর সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

সভায় তিনি আরো বলেন, আমরা বগুড়াকে ক্লিন সিটি গ্রীন সিটি করার জন্য সকলকে নিয়ে কাজ করতে চাই। দরিদ্র নাগরিকদের স্বাস্থ্য সুবিধা নিশ্চিতে ইতোমধ্যে নগর হাসপাতালের কার্যক্রম চালু করা হয়েছে। যানজট নিরসনে বগুড়া পৌরসভার সড়কগুলোকে প্রশস্তকরণসহ উন্নত করার প্রকল্প নেওয়া হয়েছে। ড্রেনেজ ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। নগরবাসীদের পৌরসেবা বৃদ্ধিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শহর সমন্বয় কমিটির সভাটি সঞ্চালনা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ শাহজাহান আলম রিপন।

সভায় বগুড়া পৌরসভার সার্বিক উন্নয়নে মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন টিএমএসএস স্বাস্থ্য বিভাগের নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, লাইট হাউজের প্রতিনিধি সিদ্দিকুল আলম মামুন, গাক প্রতিনিধি মোঃ কবির উদ্দিন, বগুড়া জিলা স্কুলের শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় সভায় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র দাস, প্যানেল মেয়র-২ আলহাজ্ব শেখ, কাউন্সিলর তরুন চক্রবর্তী, কাউন্সিলর সিপার আল বখতিয়ার, কাউন্সিলর এরশাদুল বারী এরশাদসহ বিভিন্ন কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর ও শহরের বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com