বগুড়া শহরের চেলোপাড়ায় রেললাইন সংলগ্ন বস্তিতে আগুনে পুড়ে গেছে ১৪টি টিনের ঘর। এতে ওই ১৪ টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মধ্যে একজন মুক্তিযোদ্ধা ও তার ৭ সন্তানের ৮ টি ঘর রয়েছে।
সোমবার বেলা ১২টায় শহরের চেলাপাড়ার চাষীবাজার রেললাইন সংলগ্ন বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা মানুষজন প্রান নিয়ে বের হতে পারলেও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে ফায়ার সার্ভিস আসার আগেই পরিবার গুলোর ঘরে থাকা, বিছানা,আসবাপত্র, হাড়ি,পাতিল নগদ টাকা সবকিছু পুড়ে যায়। পরিবার গুলো খোলা আকাশের নিচে বসে আছেন।
শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সহযোগিতা করলেও বস্তি ঘরে থাকা মালামাল রক্ষা করা যায়নি। তবে কেউ হতাহত হননি।
Leave a Reply