বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আওতাধীন ২০নং ওয়ার্ড (দক্ষিন) এর উদ্যোগে শুক্রবার বাদ জুমআ স্থানীয় মসজিদে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক।
তিনি বলেন, ইসলাম একটি পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের জীবনের সকল সমস্যার সমাধানের জন্য মহান আল্লাহ ইসলামকে আমসাদের জন্য দ্বীন হিসেবে পাঠিয়েছেন। আমাদের উচিৎ সেই দ্বীনের পরিপূর্ন অনুসরণ করা। পরিপূর্নভাবে ইসলামের অনুসরনের মাধ্যমেই আমরা ইহকালিন শান্তি ও আখেরাতে মুক্তি পেতে পারি। তিনি সকলকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
ওয়ার্ড সেক্রেটারী মোঃ মোমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী সাংগঠনিক থানার আমীর এ্যাডভোকেট শাহীন মিয়া।
অন্যাণ্যের মাঝে মধ্যে ২০নং ওয়ার্ড (উত্তর) শাখার সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সেক্রেটারী আব্দুর রাাজ্জাক, সহ-সভাপতি আবুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply