২০ এপ্রিল বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুল হক সরকারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মোঃ মনজুরুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়ালি রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান রুকনদের উদ্দেশে বলেন, “শপথের জনশক্তি হিসেবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য হতে হবে। এই লক্ষ্যে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা ইকামাতের দ্বীনের কাজ করি। আর এই কাজ কখনো গোপনে নয়, প্রকাশ্যে সকল মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম বলেন, “আমাদের একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা তো জায়েযই নেই।
তিনি আরও বলেন, সংগঠন সম্প্রসারণ ও মজবুত করতে হবে। নিঃশর্তভাবে নেতৃত্ব মেনে চলতে হবে। স্বতঃস্ফূর্তভাবে আনুগত্য করতে হবে।
Leave a Reply