বগুড়া-নাটোর মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে কঠোর অবস্থানে রয়েছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ।
তিন চাকার এসব অবৈধ যানবাহন ইজিবাইক, সিএনজি চালিত অটোরিকশা, টমটম ভটভটি, করিমন, নছিমন, লেগুনাসহ তিন চাকার অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল নিষিদ্ধ করেছে হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থান পুলিশ।
সারাদিনব্যাপী চলছে মহাসড়ক জুড়ে মাইকিং লিফলেট বিতরণ। পুলিশ চেকপোস্ট বসিয়ে দেখা হচ্ছে গাড়ির লাইসেন্স, চালকের ড্রাইভিং লাইসেন্স, দেওয়া হচ্ছে নিয়োমিত মামলা। মহাসড়কে দূর্ঘটনা রোধ কল্পে এমন কড়াকড়ি প্রদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন হাইওয়ে পুলিশ।
কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ জানান, হাইওয়ে পুলিশ মহাসড়কে দূর্ঘটনা ও প্রাণহানি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে। এরপরও মাঝে মাঝে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কে তিন চাকার ছোট যান চলাচল করে। এখন থেকে মহাসড়কে যাতে কোন ধরনের তিন চাকার যান চলাচল না করে তা বন্ধে হাইওয়ে কঠোর ব্যবস্থ গ্রহণ করছে।
Leave a Reply