বগুড়া উপশহর জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফরিপোর্টার:
    সময় : শনিবার, এপ্রিল ২৭, ২০২৪, ৩:৩৫ পূর্বাহ্ণ
  • ২০৯ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী উপশহর সাংগঠনিক থানা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার রাতে শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপশহর সাংগঠনিক থানা আমির মাওলানা আব্দুল হামিদ বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ,স,ম আব্দুল মালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলার নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, বাংলাদেশ কাউন্সিল বগুড়া জেলা শাখার সেক্রেটারি ও বগুড়া বারের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট ইসলাম আকন্দ।

উপশহর সাংগঠনিক থানা সেক্রেটারি মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ১৬ নম্বর ওয়ার্ড আমির মাওলানা মানিক মন্ডল, ১৭ নম্বর ওয়ার্ড আমির খলিলুর রহমান, ইঞ্জিনিয়ার ফজলুর রহমান, মোঃ নুরুল মজিদ, পারভেজ, সুমন, মাহবুবুর রহমান, অলিউল্লাহ প্রমূখ।

প্রধান অতিথি বলেন, মুসলমান হিসেবে ইসলামের পরিপূর্ণ অনুসরন করা আমাদের ওপর ফরজ। আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারনেই আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন সময়ে গজব দিয়ে থাকেন। দেশব্যাপী চলমান তীব্র তাপদাহ আমাদের পাপের ফসল । রাসুল (সা.) এর হাদিস অনুযায়ী বান্দা যখন অতিমাত্রায় পাপাচারে লিপ্ত হয় তখন আল্লাহ এধরনের গজব দিয়ে থাকেন। এই গজব থেকে মুক্তির জন্য আমাদের উচিৎ বেশি বেশি তওবা করা এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। একই সাথে ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখা একান্ত প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com