বগুড়ায় ৫ বস্তা ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে বগুড়া সদরের কুকরুল মধ্যপাড়া গ্রাম থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় আটক সুমা খাতুন (২৫) কুকুরুল মধ্যপাড়া গ্রামের বাবলা মিয়ার স্ত্রী।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে কুকরুল মধ্যপাড়া গ্রামের বাবলার বাড়িতে পুলিশ গেলে তিনি পালিয়ে যান।পরে পুলিশের কাছে থাকা তথ্য মতে বাবলার বাড়ির পার্শ্বে সরিষা মাড়াই এর পর উচ্ছৃষ্টি গাছ দিয়ে ঢেকে রাখা প্লাস্টিকের ৫ টি ছোট ছোট বস্তা থেকে ৭৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে বাবলার স্ত্রী সুমা খাতুনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বিকার করেন যে, ফেন্সিডিল গুলো তার স্বামী এনে রেখেছেন। এঘটনায় তাকে আটক করা হয়।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, আটক সুমা খাতুন ও তার স্বামী বাবলা চিহ্নিন্ত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
Leave a Reply