বগুড়ায় বৈদ্যুতিক মিটার চোর সিন্ডিকেটের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল রানা’র নেতৃতে শুক্রবার সকাল আনুমানিক পৌনে ১১টার দিকে দুপচাঁচিয়া পৌরসভা শহরের সিও মোড়স্থ রিপন হোটেলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- দুপচাঁচিয়া উপজেলঅর আলতাফ নগরের এনামুলের ছেলে মোঃ সজীব হোসেন (১৯), আলতাফ নগর (নগর বাজারের) সফির ছেলে মোঃ শাহাদাত আলী (১৯) এবং খিয়ানী মধ্যপাড়ার সামসুদ্দিনের ছেলে মোঃ মাসুম বিল্লাহ (২৫)।
র্যাব জানায়, গ্রেফতারকালে বৈদ্যুতিক মিটার চোর চক্রের সক্রিয় সদস্যদের নিকটে থাকা ৩টি চোরাই বৈদ্যুতিক মিটার ও সরঞ্জামাদি, বৈদ্যুতিক তার ২ কেজি, ১টি বৈদ্যুতিক তার কাটার মেশিন, ১০টি মোবাইল ফোন, ১০টি সীমকার্ড জব্দ করে র্যাব।
আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply