মহান মে দিবস উপলক্ষ্যে বগুড়া শহরে বিশাল র্যালী করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। বুধবার সকাল ৯টায় শহরের কাঁঠালতলা থেকে র্যালীর উদ্বোধন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় যুগ্ম-সাধারন সম্পাদক শ্রমিক নেতা আব্দুল মতিন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপিতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বগুড়া শহর শাখার সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম, শাজাহান সাজু, নূর আলম, আলিফ মাহমুদ প্রমূখ।
র্যালীটি নবাববাড়ী সড়ক হয়ে কোর্ট চত্বর- জলেশ্বরীতলা দিয়ে রেল স্টেশনে গিয়ে শেষ হয়। র্যালীতে ফেডারেশনের অন্তর্ভুক্ত বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়ন, সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়ন, কাঠশিল্প শ্রমিক ইউনিয়ন, লেদ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের সহস্রাধিক শ্রমিক অংশ নেন।
Leave a Reply