বগুড়ায় দীর্ঘ দিন যাবত পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। সে দিনাজপুর জেলার হাকিম থানার মধ্যবাসুদেবপুর মাঠপাড়ার আব্দুল গফুরের ছেলে।
র্যাব জানায়, র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার জেলার সদর থানাধীন মাটিডালি এলাকায় পাঁচবিবি থানার মামলা নং-০৭, তারিখ ১০/১২/০৯ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ খ(১)(খ) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ জুয়েল (৩৪) অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালি এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ জুয়েল (৩৪) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাকিমপুর থানা, দিনাজপুরে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply