বগুড়ার এরুলিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারন সম্পাদক ফাইন মন্ডলসহ ৩ জন নিহত ও অপর ২জন আহত হয়েছেন। শনিবার সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান, মটর শ্রমিক নেতাদের নিয়ে একটি প্রাইভেট কার নওগাঁর দিকে যাওয়ার সময় এরুলিয়ায় নওগাঁ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হয়।
সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। কারের ভেতরে থাকা মটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারন সম্পাদক ও বগুড়া শহর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক ফাইন হোসেন মন্ডল, বগুড়া শহর শ্রমিক দলের ১৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এবং ১৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ঘটনাস্থলেই নিহত হন। দূর্ঘটনায় আরও ২জন আহত হয়েছেন।
দূর্ঘটনার পর স্থানীয় লোকজন কারের ভেতর থেকে হতাহতদের বের করার চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে ফায়ার সার্ভিস কর্মিরা এসে বিশেষ কায়দায় হতাহতদের বের করে আনেন।
পুলিশ দূর্ঘটনাস্থলে পৌঁছার পর লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
Leave a Reply