বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডে হাজীদের উদ্যোগে বাংলা বর্ষবরণ ভিন্ন রকম সমাবেশের আয়োজন করা হয়। ১ লা বৈশাখ রবিবার সকালে গোদার পাড়া বাজার জাদে মসজিদে ক্বাবাঘর তোয়াফকারী হজ্জব্রত পালন কারী হাজীদের নিয়ে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারী মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র মুদাররিস মাও: মোহাম্মদ আব্দুল হালিম বেগ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুগড়া কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর এ বি এম আব্দুস সামাদ ও ইসলামী আলোচক মাও: হেদায়াতুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবতলি সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহা: আব্দুল মান্নান।
প্রতি বৎসর হাজী সমাবেশের ব্যানারে এধরনের আয়োজন করে থাকেন আয়োজকরা। পহেলা বৈশাখে অপসংস্কৃতি রোধে হাজীদের ক্বাবার চেতনা মনে লালন করে হজ্জ পরবর্তী করনীয় কি? সেসব বিষয়ে গুরুত্ববহ আলোচনা করেন বক্তারা।
Leave a Reply