তীব্র তাপদাহে ক্লান্ত, তৃষ্ণার্ত রিকসা চালক, পথচারীদের মাঝে পানির বোতল ও স্যালাইন বিতরণ করেছে মসজিদ মিশন।
আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের দুপুরে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় পানি বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা ও ড. আবু সালেহ মামুন উপস্থিত ছিলেন।
আয়োজকদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ বগুড়া শহর শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, সেক্রেটারী মমিনুল ইসলাম ফরহাদ, সহসভাপতি ফেরদৌস জামান, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক জিহাদী, জহুরুল ইসলাম, আব্দুল ওয়াহাব, আলী আজম, আব্দুল মতিন প্রমূখ।
অনুষ্ঠানে ১ হাজার বোতল সুপেয় পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়।
Leave a Reply