গাবতলীতে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
    সময় : রবিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ণ
  • ২১৫ Time View

বগুড়ার গাবতলীতে ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাওন (২৫) হামিদপুর গ্রামের মিঠু মণ্ডলের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।

রোববার বেলা ১১টার দিকে গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের হামিদপুর মণ্ডলপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মাসহ দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, হামিদপুর গ্রামের এক নারীর পরকীয়া সম্পর্ক নিয়ে আজ সকালে শাওনের মায়ের সঙ্গে আমজাদ হোসেনের স্ত্রী ফাতেমা বেগমের ঝগড়া-বিবাদ শুরু হয়। খবর পেয়ে অটোরিকশাচালক শাওন বাড়ি এসে ঝগড়া থামাতে যায়। এ সময় উত্তেজিত হয়ে আমজাদ হোসেন ছুরি দিয়ে শাওনকে বুকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত শাওনকে চিকিৎসার জন্য গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমজাদ হোসেনের স্ত্রী ফাতেমা বেগমসহ দুই মেয়ে রাজিয়া খাতুন (২৩) ও রাবেয়া খাতুন (১৮) কে আটক করেছে পুলিশ। আমজাদ হোসেনকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com