বগুড়া জেলা গৃহনির্মান শ্রমিক পরিষদ আয়োজনে বগুড়ায় গৃহনির্মাণ পরিষদের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সাতমাথা টেম্পল রোড সংগঠনের কার্যালয় হতে বগুড়া জেলা গৃহনির্মান শ্রমিক পরিষদ আয়োজনে বগুড়ায় গৃহনির্মাণ পরিষদের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষন করে টিটুমিলনায়তন এসে শেষ হয়।
পরে একই স্থানে বগুড়া জেলা গৃহনির্মান শ্রমিক পরিষদ আয়োজনে বগুড়ায় গৃহনির্মাণ পরিষদের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী বগুড়া জেলা গৃহনির্মান শ্রমিক পরিষদের সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে সংগঠনের পঙ্গু সদস্যদের মাসিক অনুদান, মৃত সদস্যদের পরিবারকে একককালীন অনুদান, চিকিৎসা অনুদান, কন্যা বিবাহ অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন বগুড়া উপপরিচালক মোহাম্মদ শহিদুজ্জামান বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন স্বপন, বাংলাদেশ নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোসাদ্দেম হোসেন, সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুল আলম রিপু, সংগঠনের সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমির, সাবেক সভাপতি নজরুল ইসলাম পাতু, সংগঠনের সাধারন সম্পাদক আব্দুস সাত্তার শেখ, বি আর এস এম জোনল সেলস্ হেড নর্থ বেঙ্গল মোস্তাফিজুর রহমান, কে এস আর এম ষ্টীল প্লান্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজার ফিরোজ হোসাইন, বি বি এস ক্যাবেলস্ এর সিনিয়র ডিজিএম আলহাজ, এম এ মতিন সালাম স্টিল রিরোলিং মিলস্ লিমিটেডে সিনিয়র ম্যানেজার বাবুল আকতার, দৈনিক সেনেটারী স্টোর সত্ত্বাধিকারী শহিদুল ইসলাম সজিব, বগুড়া জেলা গৃহনির্মান শ্রমিক পরিষদ সাধারন সম্পাদক আব্দুল হান্নান, শহিদুল ইসলাম ফারুক আহম্মেদ সহপ্রমুখ।
Leave a Reply