বগুড়ার শেরপুরে পেশাজীবিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আব্দুল গাফফার, শেরপুর (বগুড়া) থেকে :
    সময় : বুধবার, মার্চ ১২, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ
  • ৬১ Time View

বুধবার (১২মার্চ) বগুড়ার শেরপুর উপজেলা জামায়াতের উদ্যোগে পেশাজীবিদের সম্মানে আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক বলেন, স্বাধীনতার ৫৩ বছর পার হলেও দেশে সন্ত্রাস, দুর্নীতি বন্ধ হয়নি। সেইসঙ্গে চলছে চাঁদাবাজী। তাই সুখি-সমৃদ্ধশালী ও ধর্ষণমুক্ত দেশ গড়তে কোরআনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।

শহরের হামছায়াপুরস্থ দলীয় কার্যালয়ে ওই অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা জামায়াতের আমির ও বগুড়া-৫ আসনে জামায়াত মনোনিত প্রার্থী শিল্পপতি আলহাজ্ব দবিবুর রহমান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি আব্দুল হক সরকার আরো বলেন, রমজান কোরআন নাযিলের মাস। এই মাসে শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে বছরের বাকি মাসগুলো পরিচালিত করতে হবে। তাহলেই কেবল দুনিয়া ও আখিরাতে মুক্তি মিলবে। সমাজে কোরআনের আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। শিশু আছিয়ার মতো ধর্ষণের কোনো ঘটনা ঘটবে না। পাশাপাশি গড়ে উঠবে মানবিক বাংলাদেশ।

সভায় বগুড়া জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি আবু বকর সিদ্দিক, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জয়নুল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমির নাজমুল হক, রেজাউল করিম বাবলু, দেশ বরেণ্য আলেম ও বক্তা ক্বারী আব্দুল্লাহ আল আমিন, শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আনিছুর রহমান, ইফতেখার আলম, আব্দুল হক, শাহীন আলম, শিবির নেতা জোবায়ের আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষক-সাংবাদিক, আইনজীবি, ইসলামিক স্কলার, ব্যবসায়ী, রাজনীতিবীদসহ নানা শ্রেণীপেশার তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com