বীট মডেল স্কুল রানার্সআপ

বগুড়ায় জাতীয় স্কুল ক্রিকেটে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার:
    সময় : বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫, ৪:২৬ অপরাহ্ণ
  • ৭২ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বগুড়ায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া পুলিশ লাইন্স স্কুল। বুধবার ফাইনালে তারা বীট মডেল স্কুলকে ১০ উইকেটে পরাজিত করে।

শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে বীট মডেল স্কুল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বগুড়া পুলিশ লাইন্স স্কুলের বোলারদের আগ্রাসী বোলিংয়ে ২৭ ওভার ১ বলে মাত্র ৭৩ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান আসে অতিরিক্ত থেকে। ২১ রান করে ওপেনার শিহাব। পুলিশ লাইন্স স্কুলের আকাশ ৯ ওভার ১ বল করে মাত্র ১৯ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষের ইনিংসে ধ্বংস নামায়। এছাড়া তামিম দলের পক্ষে ২টি উইকেট লাভ করে।

জবাবে বগুড়া পুলিশ লাইন্স স্কুলের দুই ওপেনার আকাশ এবং রিয়াদ মাত্র ৮ ওভার ১ বলে কোন উইকেট না হারিয়ে দলের জয় নিশ্চিত করে। আকাশ ২৭ এবং রিয়াদ ৪৫ রানে অপরাজিত থাকে। বল হাতে ৫ উইকেট শিকারের পর ব্যাট হাতে অপরাজিত ২৭ রান করে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের আকাশ।

টুর্ণামেন্টের সর্বোচ্চ রানের পুরস্কার জিতেছে পুলিশ লাইন্স স্কুলের সাকিব এবং সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার পেয়েছে করতোয়া মাল্টিমিডিয়া স্কুলের প্রত্যয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, প্রাইম ব্যাংক বগুড়া শাখার ইনচার্জ শাহ মো: আবু সালেহ, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, সদস্য খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা, জুলাই ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত ক্রিকেটার নুরুল্লাহ, শহীদ চান্দু ষ্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, জেলা ক্রিকেট কোচ মাহমুদ হাসান রিফাতসহ উভয় স্কুলের শিক্ষকবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতৃবৃন্দ।

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবারের টুর্ণামেন্টে বগুড়া শহরের মোট ৮টি স্কুল দল অংশগ্রহন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com